টপ নিউজ শিক্ষা

জাহাজ নির্মাণ শিল্পে সহায়তা অব্যাহত থাকবে


বাংলাদেশের শিপ বিল্ডিং ও শিপ রিসাইক্লিং শিল্পের গুণগত মানোন্নয়নে নরওয়ের সহায়তা অব্যাহত থাকবে। বিদায়ের আগে এমনটি জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের বিদায়ী রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন।

৮ জুলাই শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। ভার্চুয়াল সাক্ষাৎকারে অন্যদের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ অনলাইনে যুক্ত ছিলেন।

সাক্ষাৎকালে করোনা মোকাবিলায় বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ, জাহাজ নির্মাণ ও জাহাজ রিসাইক্লিং বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া শিল্পখাতে দক্ষ জনবল তৈরি, পরিবেশবান্ধব সবুজ শিল্পায়নে সহায়তা জোরদার এবং দু’দেশের মধ্যে অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য প্রসারে পারস্পরিক সহযোগিতার আশ্বাস দেয় নরওয়ে।

পাশাপাশি দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়েও আলোচনা করা হয়। নরওয়ের পরবর্তী রাষ্ট্রদূত এ ধারাবাহিকতা অব্যাহত রাখবেন বলেও আশা প্রকাশ করা হয়।

মন্তব্য