নির্বাচিত সাহিত্য

পাহাড়ি ঝরনা ও অন্যান্য


বৃষ্টি
অসম্ভব বৃষ্টি হচ্ছে বাইরে
ভাবছি তোমার কথা
তুমি ঠিক আছ তো?

বোকার মতো প্রশ্ন করি তোমাকে
রাগ করো না প্রিয়।

একটা ছাতা নিয়ে আসি অথবা রেইনকোর্ট?
আবারও বোকা প্রশ্ন আমার।
কেন ভুলে যাই, তুমি নির্বাক?
তুমি বধির, অনুভূতিহীন অসাড়!

সব ছেড়ে নির্বাসনে মাটির নিচের
প্রাসাদে
মোবাইল নেটওয়ার্ক তো মামুলি
সেখানে সূর্যও আলো দিতে ব্যর্থ
তবু জানি, ভালো আছ।
ভুলিনি বৃষ্টি তোমার অনেক প্রিয়.
খুঁজে নিয়েছিলে সেদিন
বৃষ্টিতে একা ভেজার সব পথ।

পাহাড়ি ঝরনা
পাহাড়ি ঝরনা তুমি বয়ে চলেছ একা
হাজার বছর কেবলি অশান্ত পথ চলা তোমার
অঝোরে ঝরে চলছ তুমি
বলা হয়নি না বলা কথা তোমার
নীলাভ মেঘের দলছুট খেলার ফাঁকে
ডেকেছে কেউ তোমাকে সঙ্গী হয়ে বয়ে যেতে?

পাহাড়ের বুক চিরে কেঁদে ওঠো বারবার
অস্থির ডাক, শব্দ, ভালোবাসার স্পন্দন তোমার
অব্যক্ত বেদনা নিয়ে একা তোমার পথচলা
গহীন জঙ্গলে হৃদয়ের দহনে শুধুই বয়ে যাওয়া

ওই ঝরনার ডাক মনের গহীন থেকে সত্যি শোনা যায়
হয় না কখনো বলা তোমাকে জলের স্রোতে সব ভেসে যায়
তুমি এক নিঃসঙ্গ প্রকৃতিকে ভালোবেসে রয়েছ বেঁচে এখনো
ছুঁয়েছ হাজার মনের তলদেশ আর
একাই বেঁচে রবে প্রকৃতির মাঝে জনম জনম।

বিপরীত পথ
আমরা দুজন দুপথের পথিক
ছিল না মিল, ছিল না মনের ঠিক
দুজনের ভাবনাগুলো একেবারে আলাদা
এক হয়ে দুজনকে ভালোবাসায় অনেক বাঁধা।

দুজন মিলে আকাশ দেখা হয়নি কোনোদিন
বৃষ্টিতে ভিজে হয়নি পাগল হওয়া বাধাহীন
দেখিনি নদী সাগর একসাথে দুজনে
প্রকৃতি দেখিনি গান শুনিনি একই বাঁধনে
আমাদের বিছানায় ছিল না বন্ধন, ওষ্ঠ চুম্বন
আদর বহর জড়িয়ে ভালোবেসে হয়নি এক দুটি মন

একই ছাদের নিচে থেকেও দুজন বড় অচেনা
হয়নি ভালোবাসা, হয়নি সংসার, মিলে নাই ভাবনা
এভাবে দুজন দুপথে হেঁটেছি, অথচ চিনি দুজনকে
সান্ত্বনা দিয়েছি, কেঁদেছি, বুঝিয়েছি পাগল মনকে।

মন্তব্য