সাহিত্য

পুঁজিবাদ ও অন্যান্য


পুঁজিবাদ
পুঁজিবাদের চাকায় পিষে মরছে সাধারণ
ধনিক শ্রেণীর বাড়ছে আরও ক্ষমতা ও ধন।

দরিদ্ররা পাচ্ছে না কূল হারাচ্ছে যা ছিল
লড়াই করার সাহসটাও কে যে কেড়ে নিলো!

শক্তিও নেই করার মতো কোনো প্রতিবাদ
যুগের মেঘে তাদের মাথায় পড়লো বজ্রপাত।

দ্রব্যমূল্য
লাগামহীন বাজারদরে খাচ্ছি হিমশিম
বাজারের ব্যাগ হাতে নিতেই মাথা ঝিমঝিম।
গিন্নি দেয় হাক-ডাক চোখে তোমার ন্যাবা
শুকনা মরিচ, বুড়ো বেগুন মুখ যে তার ট্যাবা।

কর্তা বলেন, দেখে-শুনে মাথা আমার ঘোরে
করি আমি ছোট্ট চাকরি এই না শহরে।
বাড়ি ভাড়া দিয়ে বলো কত বা আর বাঁচে
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি আয়ের সমান না যে!

আত্মহত্যা নয় সমাধান
কড়া নাড়ুক ব্যর্থতারই করুণ কোনো বাঁশি
তবুও তুমি, হাসবে-গাইবে রাখবে মুখে হাসি
জীবনে জয় থাকবে যেমন, তেমনি পরাজয়
তাই বলে কি চলার পথে করবে তুমি ভয়?

দুঃখের পরে সুখের দেখা, এই তো প্রাচীন কথা
ধৈর্য ধরে এগিয়ে গেলে ভাঙবে নীরবতা
আত্মহত্যা নয় সমাধান, বাঁচার স্বপ্ন দেখো
এই পৃথিবীর রঙের খেলার ছবিই তুমি এঁকো।

মন্তব্য