অন্যান্য সাহিত্য

ক্ষুধার্তরা কি মানুষ না?


ক্ষুধার্তরা কি মানুষ না?
রাস্তায় বেরোলেই দেখি, পঙ্গপালের মতো
ছুটে আসছে একঝাঁক মানুষ।
এরা কি মানুষ? আসলেই মানুষ?
না-কি ক্ষুধার্ত? ক্ষুধার্তরা কি মানুষ না?

ওরা ত্রাণের জন্য আসে। রোদের তাপ আর
বৃষ্টির শীতলতা উপেক্ষা করে
অপেক্ষায় থাকে ততক্ষণ;
যতক্ষণ না একটা পোটলা জোটে।

পোটলায় কী? এক কেজি আলু, ২ কেজি চাল,
আধা লিটার তেল, আধা কেজি ডাল-
যেন লম্বা এক তালিকা। ওদের ‘যক্ষের ধন’।

এ হাত-ও হাত ঘুরে ঘুরে যতটুকুই বা পৌঁছায় হাতে,
তার জন্যই সপ্তাহর পর সপ্তাহ অপেক্ষা তাদের।
তারা ক্ষুধার্ত; তারা মানুষ।

আর এই ক্ষুধার্ত মানুষের অন্ন যারা লোপাট করে;
তাদের আমরা কী বলতে পারি? অমানুষ না-কি অন্য মানুষ-
ভোট ভিক্ষাই কি তাদের পেশা?
তারা কি ফুটপাতের বিকলাঙ্গ ভিক্ষুকের চেয়েও অধম নয়?

রোজ রাস্তায় বেরোলেই কতগুলো ক্ষুধার্ত মানুষের পাশে
কতগুলো অমানুষ দেখি;
যাদের চোরাই পকেটে লুকিয়ে আছে
ত্রাণের অপ্রকাশিত তালিকা।

মন্তব্য