শিক্ষা

করোনায় আক্রান্ত বেড়েছে, কমেছে মৃত্যু


দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জন মারা গেছেন। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৬৬৫ জন। রবিবার (৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

নাসিমা সুলতানা জানান, করোনায় আক্রান্ত হয়ে আগেরদিন শনিবার ৫ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ৫৫২ জন। শনিবারের তুলনায় রবিবার করোনা শনাক্তের সংখ্যা বেড়েছে। একদিনে শনাক্তের সংখ্যা আজকেই সর্বোচ্চ। এর আগে একদিনে ৬৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১৭৭ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৯৪৫৫ জন।

ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, আমাদের নমুনা পরীক্ষা হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ৫ হাজার ২১৪টি। এখন পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮১ হাজার ৪৩৪টি। গত ২৪ ঘণ্টায় ৬৬৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। দেশে একদিনেই এটাই সর্বোচ্চ শনাক্তের হার।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

মন্তব্য