নির্বাচিত রান্নাঘর

করোনায় নোয়াখালীতে জেলা প্রশাসনের হটলাইন চালু


উপকূল রিপোর্টার
নোয়াখালীর জেলা প্রশাসক তন্ময় দাস করোনা ভাইরাসের কারণে কর্মহীনদের জন্য চালু করেছেন হটলাইন। করোনা মহামারি রূপ ধারণ করায় পরিস্থিতি মোকাবিলায় খাদ্য সহায়তা দিতে নোয়াখালীতে এই হটলাইন নম্বর খোলা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জেলা প্রশাসক তন্ময় দাস এই তথ্য জানান।

নোয়াখালীবাসীর উদ্দেশে এক ফেসবুক স্ট্যাটাসে জেলা প্রশাসক বলেন, ‘প্রিয় জেলাবাসী, জেলা প্রশাসন আপনার পাশেই রয়েছে। কারো খাদ্য সহায়তা প্রয়োজন হলে ঠিকানা, মোবাইল নম্বরসহ এসএমএস করুন। মোবা: ০১৭০৫৪০১০০০।’

এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, ‘নোয়াখালীতে পর্যাপ্ত খাবার মজুদ রয়েছে। যাদের খাদ্যের প্রয়োজন আছে বা এখনো পায়নি, তারা জেলা প্রশাসকের দফতরে ফোন করলেই তাদের খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।’

নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তন্ময় দাস বলেন, ‘সরকারি সহায়তা এবং ত্রাণ বিতরণে সবাইকে সজাগ থাকার অনুরোধ জানানো হয়েছে। এতে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।’ অনিয়মের তথ্য দেওয়ার জন্যও তিনি অনুরোধ জানান। সূত্র: বাসস

মন্তব্য