নির্বাচিত সাহিত্য

আগস্ট জানে


এই আগস্ট জানে-
বাঙালির বুকে কতটা দুঃখ চাপা,
এই আগস্ট জানে-
বিপথগামীর হিংস্রতা যায় না মাপা।

এই আগস্ট জানে-
কতটা অভিমানে নিলেন তিনি বিদায়,
এই আগস্ট জানে-
কতটা উদার ছিল তাঁর প্রশস্ত হৃদয়।

এই আগস্ট জানে-
কতটা সাহসী রক্তে রাঙানো এই দেশ,
এই আগস্ট জানে-
বঙ্গবন্ধু শেষ হয়েও হননি শেষ।

মন্তব্য