অন্যান্য

নাতনির জন্য ছড়া ॥ হেনরী স্বপন


এক.
এই নয় সেই নয়
ওই দিকে তাকা
ফসলের মাঠগুলো
জ্বলেপুড়ে খাঁ-খাঁ।

চৈত্রে পুড়ে খাঁ-খাঁ মাটি
করে চিৎকার
কৃষকের হাহাকারে
নড়ে ভিত কার?

মহাজন মাঠে যান
ছাতা হাতে নিয়া
রোদে পুড়ে কাজ কর
বলে হাঁক দিয়া।

দুই.
সৌরভে মাতোয়ারা
চাঁদ জ্যোৎস্নায়
আকাশের গায়ে তারা
মিটিমিটি চায়।

জোনাকিরা উড়ে উড়ে
জ্বলেনেভে রাতে
চাঁদ ওঠে ফুল ফোটে
ঘরের আঙ্গিনাতে।

আঁধারের কালো যতো
পৃথিবীর ভয়
রাত কেটে ভোর হবে
মানুষের জয়।

তিন.
রৌদ্রের ঝলমলে তৃষ্ণায় কাক
আম জামরুল বনে মুকুলের তাক।
মাঝ নদী নৌকায় তুলে দিলে পাল
নেই যেন নদীতেও জোয়ারের কাল।
চৈত্রের দাবদাহে ফসলের মরা
হাহাকার চারিদিকে খাঁ-খাঁ করে খরা।
তুলো ডানা মেলে দিলে আকাশের নীল
মেঘ করে কিলবিল হাসে খিলখিল।

মন্তব্য