নির্বাচিত রান্নাঘর

করোনায় আক্রান্ত চিকিৎসক, স্বাস্থ্য কমপ্লেক্স বন্ধ


চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার করোনায় আক্রান্ত হয়েছেন। এরপর রবিবার (১২ এপ্রিল) থেকে স্বাস্থ্য কমপ্লেক্সটি বন্ধ রাখা হয়েছে। ওই চিকিৎসকসহ আরও দুই করোনা রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

তবেম, টেলি মেডিসিন সেবা চালু রয়েছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন। তিনি জানান-আউটডোর, ইনডোর এবং জরুরি বিভাগ আপাতত বন্ধ আছে।

এ ব্যাপারে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুসরাত জাহান মিথেন জানান, আমাদের আবাসিক মেডিক্যাল অফিসার অসুস্থ হয়ে পড়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ মতে আমরা হসপিটাল বন্ধ রাখছি। তবে বিশেষ কয়েকটি নাম্বার দেওয়া আছে। সেই নাম্বারে যেকোনও রোগী ফোনকলের মাধ্যমে চিকিৎসা সেবা পেতে পারেন।

তিনি বলেন, রবিবার দুপুর থেকে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম বন্ধ আছে। তবে ফোন সার্ভিস এবং রোগীদের শনাক্ত করা এবং তাদের সঙ্গে যোগাযোগ করা অব্যাহত আছে। আমরা কোয়ারেন্টিনে থেকেই এই সেবা অব্যাহত রাখছি।

মন্তব্য