শিক্ষা

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৫ কৌশল


মহামারি করোনা মোকাবিলায় ৫ দফা কৌশলে কাজ করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৫ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক ডা. টেড্রস অ্যাডহ্যানম জিব্রেইসাসকে লেখা এক চিঠিতে তিনি এই কৌশলগুলোর উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর ৫ দফা কৌশল হলো, (ক) নজরদারি ও পরীক্ষাগার সহায়তা, (খ) যোগাযোগ সন্ধান করা এবং প্রবেশকালে স্ক্রিনিং, (গ) আক্রান্তদের ব্যবস্থাপনা ও সংক্রমণ প্রতিরোধে নিয়ন্ত্রণ, (ঘ) ঝুঁকিপূর্ণ যোগাযোগ ও কমিউনিটির সম্পৃক্ততা এবং (ঙ) লজিস্টিকস ও সামগ্রী সংগ্রহের উদ্যোগ।

এই প্রসঙ্গে শেখ হাসিনা আরও বলেন, ‘জরুরি প্রোটোকল সক্রিয় করাসহ জাতীয় ও আন্তর্জাতিক সাড়া প্রদান ব্যবস্থাপনার সমন্বয় করতে পদক্ষেপ নিয়েছে সরকার।’

করোনার প্রাদুর্ভাবের পরপরই সরকার এই ব্যাপারে কাজ শুরু করেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘জাতীয় জরুরি পরিকল্পনা হিসেবে ‘কোভিড-১৯ সংক্রান্ত একটি জাতীয় প্রস্তুতি ও সাড়া প্রদান পরিকল্পনা’ প্রণয়ন করেছে। একটি ‘জাতীয় কমিটি’ ও অন্য একটি ‘টেকনিক্যাল কমিটি’র অধীনে ডব্লিউএইচও’র নির্দেশিকা অনুসারে পরিস্থিতি মোকাবিলায় প্রতিনিয়ত আপডেট করা হচ্ছে।’ করোনার বিস্তারকে সীমিত করে এর সংক্রমণ চেইনকে ভেঙে ফেলতে সক্ষম হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। সূত্র: বাসস

মন্তব্য