এডিটর্স চয়েস নির্বাচিত সাহিত্য

সুখবিলাস ও অন্যান্য


অযত্ন অবহেলা
সকাল গড়িয়ে সন্ধ্যা হয়
পাখি ফেরে নীড়ে
তোরই জন্য বন্ধু আমার
মন আনচান করে।

আনচান করে মন আর
হৃদয় পুড়ে ছাই
তোরই কথা সারাক্ষণ
আমি ভেবে যাই

ভেবে ভেবে পাই না কূল
মেলে না কোনো সায়
আমার জন্য তোর মনে কি
একটুও জায়গা নাই!

ভুল হলেও করিস মনে
অযত্ন-অবহেলায়
ভুলের সাগরেই ভাসাব ভেলা
ভুলেতেই দিব সায়।।

সুখবিলাস
আমি আছি আমি নাই
থেকে থেকে ডেকে যাই
মন থেকে চাইলে মোরে
দেখা দেবো আমি তোরে।

শূন্যতা আর বিষাদে যদি
আঁখি জলে হয় নদী
তারই মাঝে খোঁজো আমায়
ছুঁয়ে যাবো আমি তোমায়।।

বসতি আমার দুঃখের সাথে
সকাল বিকাল সন্ধ্যে রাতে
সুখের সাথে দিয়ে আড়ি
দুঃখ সাগরে সাঁতরে মরি।

সুখের দেখা মিলবেনা জানি
দুঃখ তাই নিয়েছি মানি
কদাচিৎ সুখের দেখা পেলে
দুঃখ পোষার রসদ মেলে।।

দুঃখের চাষ করি বারমাস
দুঃখ ফুরালেই হবে সর্বনাশ
দুঃখের সাথেই আমার বসবাস
দুঃখই আমার সুখ বিলাস।।

বাহুডোর
তোকে ভেবেই কাটে আমার
নির্ঘুম দিন রজনী
প্রতীক্ষার কবে হবে অবসান
অপেক্ষায় আছি সজনী।।

তুই কাছে নেই তাই
সবই লাগে ফাঁকা
ফিরে আয় প্রিয়া মোর
হৃদয়জুড়ে খাঁ খাঁ।

থাকলে কাছে পাই না টের
তুই কত আপন
দূরে গেলে কেন জানি
সদাই পোড়ে মন।

তুই ছাড়া জীবন আমার
গতিহীন এক নদী
অর্থহীন হবে বেঁচে থাকা
তোকে হারাই যদি।

ছেড়ে যাস না মোরে কভু
বলি আমি তোরে
আমৃত্যুকাল রাখিস বেঁধে
তোরই বাহুডোরে।

মন্তব্য